নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্টের ঘটনার সঙ্গে জড়িতদের কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৫ আগস্টের ঘাতকরা জাতির পিতাকে নির্মমভাবে সপরিবারে হত্যা করে। এ ঘটনার সঙ্গে জড়িতদের কেউ ছাড় পাবে না। তাদের অবশ্যই বিচার করা হবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আর্দশকে হত্যা করতে পারেনি। তাই জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধুর শক্তি অনেক বেশি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর যেসব হত্যাকারীকার বিদেশে পালিয়ে আছে তাদের মধ্যে যে দুই-একজনকে শনাক্ত করা গেছে তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। দেশের মানুষের জন্য বঙ্গবন্ধু যা করে গেছেন তার ভালোবাসার বহিঃপ্রকাশ হলো আজকের অনুষ্ঠান। বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসতেন এবং বঙ্গবন্ধুও দেশের মানুষকে ভালোবাসতেন। তাই কোনোদিন দেশের মানুষ বঙ্গবন্ধুকে ভুলবে না।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান হ্নদয়। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দফতর সম্পাদক বিল্পব বড়ুয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিএসডি/এমএম