এমবাপ্পেকে নিয়ে গুঞ্জন ওঠার নেপথ্যে রয়েছে লিওনেল মেসির দলবদল। বার্সেলোনা ছেড়ে মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর গুঞ্জন ওঠে, ফরাসি ক্লাবটি ছাড়তে পারেন তিনি। এ নিয়ে নাকি বৈঠকও হয় দুই পক্ষের। তাতে লাভ হয়নি। এমবাপ্পে যে পিএসজির সঙ্গে চুক্তি বাড়াতে চাইছেন না, এটা আগের খবর। আরএমসি স্পোর্ত জানিয়েছে, এমবাপ্পে যেহেতু একদমই চুক্তি বাড়াতে রাজি নন, তাই আগামী বছর চুক্তি শেষে এমবাপ্পেকে ফ্রি-তেও ছাড়তে চায় না পিএসজি। এই এক সপ্তাহের মধ্যে পছন্দমতো প্রস্তাব পেলে এমবাপ্পেকে বিক্রি করে দেবে তাঁরা, এমনটাই জানিয়েছেন সংবাদমাধ্যমটি।
পিএসজির সর্বশেষ নতুন চুক্তির প্রস্তাবটাও প্রত্যাখ্যান করেছেন এমবাপ্পে। পাঁচ বছরের চুক্তিতে এমবাপ্পেকে নেইমারের সমান বেতন দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল পিএসজি। কিন্তু এমবাপ্পে তাতেও রাজি হননি। এমবাপ্পেকে পেতে চায় রিয়াল মাদ্রিদ, সেটা যে কেউই জানে। এমবাপ্পেও রিয়ালে যেতেই সবচেয়ে বেশি আগ্রহী, তা-ও অজানা নয়। কিন্তু করোনার কারণে এমবাপ্পের পেছনে আকাশছোঁয়া খরচ করতে রিয়াল রাজি কি না, সেটাই কথা। ওদিকে আরএমসি স্পোর্ত জানিয়েছে, শুধু রিয়ালই নয়, এমবাপ্পের জন্য আগ্রহ দেখিয়েছে নাম প্রকাশ না করা এক ইংলিশ ক্লাব। রিয়াল মাদ্রিদ এমবাপ্পের জন্য কোনো আনুষ্ঠানিক প্রস্তাব না পাঠালেও সেই ইংলিশ ক্লাবটি প্রস্তাব পাঠিয়েছে বলে খবর!
এদিকে আরএমসি স্পোর্ত জানিয়েছে, এমবাপ্পেকে যে ক্লাব ছাড়বেন, এর মধ্যেই সে প্রস্তুতি নেওয়া শুরু করেছে পিএসজি। এমবাপ্পের বিকল্প খেলোয়াড়ও বলে খোঁজা শুরু হয়ে গিয়েছে তাঁদের। নেইমার বলে এমবাপ্পের বিকল্প থেকে স্বদেশি রিচার্লিসনকে কেনার কথা বলেছেন পিএসজিকে, এটাই জানিয়েছে আরএমসি স্পোর্ত। রিচার্লিসন এখন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটনে খেলেন।
আগামী এক সপ্তাহে এই নাটক চলবে পুরোদমে, এটাই বলা যায় এখন!
বিএসডি/এএ