নিজস্ব প্রতিবেদক,
অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্নস্থানে কাঁচা মরিচের আবাদ নষ্ট হওয়ায় দফায় দফায় দাম বাড়ছে। দাম স্বাভাবিক এবং ক্রেতাদের নাগালে রাখতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।
দীর্ঘ ৮ মাস পর গেল ১৪ আগস্ট হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। তবে আমদানির দুই দিনের মাথায় আবারো বন্ধ হয়ে যায় কাঁচা মরিচের আমদানি। দেশের বাজারে দাম কমে আসায় আমদানি করে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। মূলত এ কারণেই আমদানি বন্ধ করে দিয়েছে তারা। গেল মঙ্গলবার (১৭ আগস্ট) ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ রয়েছে এ বন্দর দিয়ে।
হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, দেশের বাজারে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আনতে আমদানির অনুমতি ও আইপি প্রদান শুরু করে সরকার। ভারতের কানপুর থেকে প্রতি টন কাঁচা মরিচ ৩০০ মার্কিন ডলার (২৫৫০০ টাকা) মূল্যে দেশে আমদানি করা হয়।
কেজি পড়েছে ২৫ টাকা করে। এর সঙ্গে ভারত থেকে কাঁচা মরিচ দেশের বন্দর পর্যন্ত আসতে পরিবহন খরচ বাবদ কেজি প্রতি ২৫ টাকা করে খরচ পড়েছে। এরপর আমদানি করা মরিচের কেজি প্রতি শুল্ক পরিশোধ করতে হচ্ছে ২৫ টাকা ৫০ পয়সা। এতে প্রতি কেজি মরিচের দাম ৭৫ থেকে ৭৬ টাকা পড়ছে। এছাড়া পণ্যের ঘাটতি, পচে নষ্ট হওয়ার বিষয়তো রয়েছে। সবমিলিয়ে, আমদানি করা এসব কাঁচা মরিচের মান ভালো থাকলে ৮৫ থেকে ৯০ টাকা বিক্রি হলে কিছুটা লাভ হতো।
হিলি কাস্টমসের তথ্য মতে, চলতি মাসের গেল ১৪ ও ১৬ আগস্ট দুই কর্মদিবসে ভারতীয় তিনটি ট্রাকে ৩৬ হাজার ৭৮৬ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।
বিএসডি/আইপি