আন্তর্জাতিক ডেস্ক,
আফগানিস্তান থেকে মঙ্গলবার ভারতে এসেছেন ৭৮ জন। এদের মধ্যে ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে আফগানিস্তান থেকে শিখ ধর্মগ্রন্থ ‘গুরু গ্রন্থসাহিব’ নিয়ে ফেরা তিন জনও রয়েছেন।
আক্রান্ত এই ১৬ জনের করোনার কোনো লক্ষণ নেই। তবে সাবধানতা অবলম্বনের জন্য আফগানিস্তান থেকে ফেরা ৭৮ জনকেই আইসোলেশনে রাখা হয়েছে।
মঙ্গলবার একটি ফ্লাইটে ৪৬ জন আফগান হিন্দু এবং শিখসহ মোট ৭৮ জনকে কাবুল থেকে দিল্লিতে আনা হয়েছে। এদের মধ্যে তিন জন গ্রন্থি ছিলেন। তারা কাবুল থেকে শিখ ধর্মগ্রন্থ নিয়ে এসেছেন। ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী।
কাবুলের দখল তালিবানের হাতে যেতেই আফগানিস্তান ছেড়ে পালাচ্ছেন সে দেশের নাগরিকদের একাংশ। সেখানে আটকে থাকা ভারতীয়, আফগান শিখ এবং হিন্দুদের ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগী হয়েছে ভারত। এখনও পর্যন্ত আফগানিস্তান থেকে ৬২৬ জনকে ভারতে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন হরদীপ। এর মধ্যে রয়েছেন ২২৮ জন ভারতীয় নাগরিক।
আফগানিস্তানের সশস্ত্রগোষ্ঠী তালেবান রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর বিগত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা চলছে। হাজার হাজার আফগান ও পশ্চিমা নাগরিক মরিয়া হয়ে আফগানিস্তান ছেড়ে পালানোর চেষ্টা করছেন।
প্রত্যেকটি বিমানের দিকে লম্বা লাইন করে ছুটছে আফগানরা; যার কোনো শেষ নেই। এছাড়া তাদেরকে বলা হয়েছে, তারা কেবল একটি স্যুটকেস সাথে নিতে পারবে। এই একটা সুটকেস হাতেই তারা তাদের দেশ ছেড়ে যাচ্ছে। এর মধ্যে অনেকের প্রাণহানিও হয়েছে।
বিএসডি/এএ