আন্তর্জাতিক ডেস্ক,
দক্ষ জনশক্তিকে আফগানিস্তান ত্যাগ না করার আহ্বান জানিয়েছে তালেবানরা। কারণ, দেশ গঠনের জন্য তাদের খুব প্রয়োজন। একই সঙ্গে বিদেশি সেনাদের জন্য আফগানিস্তান ত্যাগের সময়সীমা বর্ধিত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। বলেছে, সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ আফগানিস্তানের বিশেষজ্ঞ, যেমন প্রকৌশলী, ডাক্তারদের দেশের বাইরে নিয়ে যাওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতি। মুজাহিদ বলেন, এসব বিশেষজ্ঞ আফগানিস্তানের জন্য প্রয়োজন। তাদেরকে অন্য দেশে নিয়ে যাওয়া উচিত নয়। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তিনি বলেন, আফগান জনগণকে দেশ ছাড়তে উৎসাহিত করা উচিত নয় তাদের।
এ খবর দিয়েছে অনলাইন কুয়েত টাইমস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি জি-৭ নেতাদের সেনাবাহিনী প্রত্যাহারের সর্বশেষ সময়সীমা বর্ধিত করার জন্য চাপ থাকলেও তিনি বলেছেন, যত দ্রুত সম্ভব আফগানিস্তান ত্যাগ করতে পারলে ততই মঙ্গল। এ বিষয়ে সংবাদ সম্মেলনে মুজাহিদ তাদের উদ্দেশে বলেছেন, তাদের বিমান আছে। তাদের বিমানবন্দর আছে। তাদের উচিত আফগানিস্তান থেকে নাগরিক ও কন্ট্রাক্টরদের প্রত্যাহার করে নেয়া। উল্লেখ্য, কাবুল বিমানবন্দর দিয়ে হাজার হাজার মানুষকে উদ্ধার অভিযানে সহায়তা করছে মার্কিন সেনাদের নেতৃত্বে ন্যাটোর অবশিষ্ট সেনারা। তারা প্রাণপণ চেষ্টা করছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আফগানিস্তান ত্যাগ করতে।
জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সরকারি চাকরিতে নিয়োজিত আফগান নারীদের দেশেই থাকা উচিত। তালেবানরা এবার বার বার বলছে, ১৯৯০ এর দশকের পর এখন তারা ভিন্ন এক তালেবান। তারা সরকারি বাহিনী এবং কর্মকর্তাদের বিরুদ্ধে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। নারীদের সরকারে স্থান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সবার অংশগ্রহণে সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছে।
বিএসডি/এএ