নিজস্ব প্রতিবেদক
সমতার ভিত্তিতে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে বৈশ্বিক অঙ্গীকার এবং অংশীদারিত্ব জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
মঙ্গলবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ), ইউএনডিপি এবং হেলথ ইন্টারভেনশন অ্যান্ড টেকনোলজি অ্যাসেসমেন্ট প্রোগ্রাম (হিটাপ) আয়োজিত ‘ডিসকাশন টু শেয়ার নলেজ অন ইকুয়েটেবল কোভিড-১৯ ভ্যাকসিনেশন’-এর ভার্চুয়াল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে যুক্ত হয়ে স্পিকার এ মন্তব্য করেন।
বৈঠকে ইউএনডিপি’র রিজিওনাল হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট এ্যাডভাইজার হাকান জর্কম্যান স্বাগত বক্তব্য রাখেন। থাইল্যান্ডের ন্যাশনাল হেলথ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এতে সভাপতিত্ব করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আমাদের দেশের জনগণকে দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন সরবরাহ করতে সরকার কাজ করছে। এক্ষেত্রে স্থানীয় সরকার ও সামাজিক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বৈঠকে পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং-এর সভাপতি অধ্যাপক হাবিবে মিল্লাত, ঘানার ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেলিসি মিমি ডার্কো এবং ভারতের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের অধ্যাপক গগণদ্বীপ কাং বক্তব্য রাখেন।
বিএসডি/এমএম