ক্রীড়া ডেস্ক,
আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের স্থগিত হওয়া অংশ। সেখানে খেলতে চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবিকে চিঠি দিয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আকরাম খান জানালেন, আইপিএলে মোস্তাফিজের খেলতে যাওয়ার সম্ভাবনাই বেশি, ‘আইপিএল খেলতে যাওয়ার জন্য মোস্তাফিজ আমাদের কাছে একটি আবেদন করেছে। বিসিবি এ বিষয়ে ইতিবাচক থাকলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ওর যাওয়ার সম্ভাবনা আছে।’
মোস্তাফিজ ছাড়াও সাকিব আল হাসান এবারের আইপিএল খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। তিন ম্যাচে ৩৮ রানের পাশাপাশি তিন উইকেট নিয়েছেন এই তারকা অলরাউন্ডার এবং বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। অন্যদিকে রাজস্থান রয়্যালসের হয়ে ৭ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।
আগামী মাসে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের। তাই সাকিব ও মোস্তাফিজের কোটি টাকার আসরে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ইংলিশরা নির্ধারিত সময়ে না আসায় সেই শঙ্কা কেটে গেছে।
বেশ কয়েকজন খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় গত ৪ মে আইপিএলের ১৪তম আসর স্থগিত করে দেয় বোর্ড ফর ক্রিকেট কন্ট্রোল অব ইন্ডিয়া, বিসিসিআই। মোটা ক্ষতির কথা চিন্তা করে টি-টোয়েন্টি লিগটির স্থগিত হওয়া অংশ অন্য কোথাও আয়োজন করতে মরিয়া হয়ে উঠেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
আইপিএলের বাকি অংশের বিকল্প ভেন্যু হিসেবে বেশ কয়েকটি দেশকে সামনে রেখে এগিয়ে যেতে থাকে বিসিসিআই। এর মধ্যে শ্রীলঙ্কাও ছিল। শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতকেই ভেন্যু হিসেবে পছন্দ করেছেন আয়োজকরা।
বিএসডি/এএ