নিজস্ব প্রতিবেদক
প্রতিবেশী দেশগুলো থেকে বাংলাদেশ সবক্ষেত্রে এগিয়ে আছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে খাদ্যসামগ্রীর বিতরণ ও আলোচনা সভায় মেয়র এ কথা জানান। এ সময় তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশের মানুষের কল্যাণের কাজে নিয়োজিত রয়েছে। তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিশ্বের কাছে বাংলাদেশ একটি ঈর্ষান্বিত দেশ। এছাড়া প্রতিবেশী দেশগুলো থেকে বাংলাদেশে সব ক্ষেত্রে এগিয়ে আছে।
ইতিহাস বিকৃতিকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের তথ্য-উপাত্ত জেনেও জিয়াউর রহমানকে খুনি বলতে না করেন তাদের আইনের আওতায় আনতে হবে।
তিনি আরো বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান সরাসরি জড়িত। বঙ্গবন্ধুকে হত্যা করতে জিয়াউর রহমান কিছু বিপথগামী সেনাসদস্যদের নির্দেশে দিয়েছেন। জিয়ার ‘গোএহেড’ নির্দেশে সেনাসদস্যরা এ ঘটনা ঘটিয়েছে। আজ জনসম্মুখে এ হত্যাকাণ্ডের বিভিন্ন তথ্য-উপাত্ত বেরিয়ে আসছে।
তাপস বলেন, ১৫ আগস্টের রাতে গুলির আওয়াজে ঘুম ভেঙে ওঠে দেখি মাও নাই, বাবাও নাই। তাদের রক্তমাখা নিথর দেহ পড়ে আছে। কারো কাছে আমার বাবা মাথা নত করেননি। তিনি সাহসিকতার সঙ্গে মৃত্যুকে আলিঙ্গন করেছেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু যেমন সাহসী ছিলেন তার সহধর্মিণীও অসীম সাহসী ছিলেন। তাই মৃত্যু মুখোমুখি হয়েও বঙ্গবন্ধু ও তার সহধর্মিণী কারো কাছে মাথা নত করেননি। সাহসিকতার সঙ্গে তারা মৃত্যুকে আলিঙ্গন করেছেন।
জিয়াউর রহমানকে খুনি বলতে নিষেধকারীদের জ্ঞান পাপী উল্লেখ করে শেখ ফজলে নূর তাপস বলেন, আজ কিছু জ্ঞান পাপীরা আমাদের জ্ঞান দেয় যে, জিয়াউর রহমানকে খুনি বলা যাবে না। আপনারা যদি আপনজনকে হারাতেন তাহলে বুঝতে পারতেন কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা সহ্য করতে হয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বংশাল থানার সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন বাদলের অনুষ্ঠান সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি জিন্নাতুল বাকিয়া, দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ মানুষ মোর্শেদ কামাল, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।
বিএসডি/এমএম