ইসমাম হোসেন, ডিআইইউ প্রতিবেদক
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘ব্যবসা এবং ভোক্তাদের উপর মহামারির প্রভাব ও একইসঙ্গে বিপণনের প্রবণতা’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করা হয়েছে৷
আগামী ২ সেপ্টেম্বর বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার শাহ আলম চৌধুরী৷
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এবং ব্যবসা প্রশাসন বিভাগের যৌথ উদ্যােগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে৷
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (এমপি) এবং স্বাগত বক্তব্য দেবেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সোহাগ দত্ত।
ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক হাসিনা পারভীন জলির সঞ্চালনায় বিশেষ অতিথি থাকবেন ভারতের অমৃত বিশ্ব বিদ্যাপীঠের অ্যাডজাঙ্কট প্রফেসর এবং (আরএইসও) কনসাল্টিং (প্রা) লিমিটেডের পরিচালক ড. পি রবীন্দ্রনাথ (সিএমসি)।
বিএসডি/ইসমাম/এমএম