আন্তর্জাতিক ডেস্ক,
সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, আগামীকাল সোমবার (৩০ আগস্ট) থেকে তারা করোনার ভ্যাকসিন নেওয়া ভ্রমণকারীদের পর্যটন ভিসা প্রদান শুরু করবে। গতকাল শনিবার আমিরাত নিউজ এজেন্সি (ডব্লিউএএম) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ডব্লিউএএম আরো জানায়, এর আগে যেসব দেশের নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল, তারাও এ বিধিনিষেদের আওতায় দেশটিতে প্রবেশ করতে পারবে। তবে সেক্ষেত্রে ভ্রমণকারীদের আগমনের সময় কোভিড-১৯ টেস্ট করাতে হবে। এছাড়া সম্পূর্ণরূপে টিকা দেওয়া পর্যটকরা আইসিএ প্ল্যাটফর্ম বা আল হোসন অ্যাপের মাধ্যমে তাদের টিকার সনদ নিবন্ধন করে কিছু অতিরিক্ত সুবিধা পেতে পারেন।
জনস্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের মধ্যে ভারসাম্য তৈরি করা এবং টেকসই পুনরুদ্ধার ও অর্থনৈতিক খাতকে পুনরুজ্জীবিত করার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত এ পদক্ষেপ নিয়েছে।
পর্যটন ভিসা ৩০ বা ৯০ দিনের জন্য দেওয়া হয় এবং সাধারণত সংযুক্ত আরব আমিরাতে ভিসা-অন-অ্যারাইভালের জন্য যোগ্য নয় এমন লোকদের জন্য এই পর্যটন ভিসা প্রযোজ্য। গত ২১ মার্চ সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা সকল দেশের জন্য পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসার অনুমোদন দিয়েছিল।
এই মাসের শুরুর দিকে অর্থাৎ ৫ আগস্ট থেকে পাকিস্তান, ভারত, নাইজেরিয়াসহ বেশ কয়েকটি দেশের যাত্রী পরিবহনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল আরব আমিরাত। এর আগে করোনা মহামারির জন্য বেশ কয়েক মাস যাবৎ দক্ষিণ এশীয় এবং আফ্রিকান দেশগুলোর যাত্রীদের নিষিদ্ধ করেছিল আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনা পজেটিভ হয়েছেন ৭ লাখ ১৪ হাজার ৩৯৪ জন। মারা গেছেন ২ হাজার ৩৬ জন। গত একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ৯৯৪ জন। একই সময়ে মারা গেছে মাত্র ৪ জন।
বিএসডি/এএ