ক্রীড়া ডেস্ক,
আক্রমণভাগের নিস্প্রভতা বেশ কয়েক মৌসুম ধরেই ভোগাচ্ছে রিয়াল মাদ্রিদকে। কারিম বেনজেমা জ্বলে উঠলে হাসে তাদের আক্রমণভাগ, আর নাহয় গোলের জন্য চেয়ে থাকতে হয় অন্যদের দিকে। রিয়াল বেটিসের মাঠে রিয়ালের চিরচেনা সেই দৃশ্যের দেখা মিলল আরও একবার। এবার ডিফেন্ডার দানি কারভাহালের গোলে জয় তুলে নিয়েছে কোচ কার্লো অ্যানচেলত্তির দল।
আলাভেসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে মৌসুম শুরুর করেছিল রিয়াল। এরপর গত সপ্তাহে লেভান্তের মাঠে ৩-৩ ড্র করেছিল দলটি। তবে সেই দুই ম্যাচের মতো গোল পাওয়া ‘সহজ’ হয়নি রিয়াল আক্রমণভাগের জন্য। রিয়াল বেটিস যে ছেড়ে কথা বলছিল না মোটেও!
বল দখলে দুই দলের লড়াইটা ছিল সেয়ানে সেয়ানে। আক্রমণেও কাউকে ছেড়ে কথা বলছিল না কেউ। প্রতিপক্ষ গোলমুখে শট বেশি নিয়েছিল রিয়াল, তবে ‘অন টার্গেট’ শট বেশি ছিল স্বাগতিকদেরই।
প্রথম দুই ম্যাচেই বদলি নেমে পেয়েছিলেন গোল। শেষটায় আবার জোড়া গোল করে দলকে বাঁচিয়েছিলেন লজ্জার হাত থেকে। কোচ অ্যানচেলত্তি তাই তাকে এদিন রাখেন প্রথম একাদশেই। তার সুবাদে ৫ মিনিটেই প্রথম গোলের দেখা পেয়ে যেতে পারত রিয়াল। কিন্তু তার কাটব্যাক থেকে বেনজেমার লক্ষ্যভ্রষ্ট শটে আর সম্ভব হয়নি তা।
এর কিছু পরেই এডার মিলিতাওয়ের শট গোলরেখা থেকে ঠেকিয়ে দেন বেটিস গোলরক্ষক রুই সিলভা। বিরতির আগে বেটিস একবারই পরীক্ষা নিতে পেরেছে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার। তবে নাবিল ফেকিরের দূরপাল্লার ফ্রি কিকটা ঠেকাতে খুব একটা বেগও পেতে হয়নি তাকে।
বিরতির পর বেনজেমা একবার বল জড়িয়েছিলেন স্বাগতিকদের জালে। কিন্তু অফসাইডের কাটায় পড়ে আর গোল পাওয়া হয়নি রিয়ালের। তবে সেজন্যে খুব একটা আফসোসও করতে হয়নি অ্যানচেলত্তির দলকে। ৬০ মিনিটে দারুণ এক প্রতি আক্রমণ থেকে ডিফেন্ডার কারভাহাল গোল করেন দারুণ এক সাইড ভলি করে।
ম্যাচের অন্তিম সময়ে রিয়াল শিবিরে ত্রাসই ছড়িয়েছিলেন সাবেক বার্সেলোনা ডিফেন্ডার মার্টিন মনটয়া। তবে কোর্তোয়া ছিলেন, তার কল্যাণেই সেটা গোলে রূপ নেয়নি। ফলে ৩ পয়েন্ট নিশ্চিত করেই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
এই জয়ের ফলে তিন ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে এক মৌসুম আগের চ্যাম্পিয়নরা উঠে এল শীর্ষে। এর পরের তিন অবস্থানে সেভিয়া, ভ্যালেন্সিয়া আর মায়োর্কাও জিতেছে সমান সংখ্যক পয়েন্ট। এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট কম নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ আছে পাঁচে। আর বার্সার সংগ্রহ ৪ পয়েন্ট, তারাও খেলেছে একটি ম্যাচ কম।
বিএসডি/এ এ