নিজস্ব প্রতিবেদক,
কোভিড মহামারিতে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে রাজধানীসহ জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন বাজার, হোটেল-রেস্টুরেন্ট ও ফার্মেসিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বেশি দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা না দেখানো, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রির অপরাধে ৫৫ ব্যবসা প্রতিষ্ঠানকে অভিযানে তিন লাখ ৩৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে অভিযান চালিয়ে এ অর্থ জরিমানা করা হয়। এদিন অভিযানে নেমে আইন মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে সতর্ক করে অধিদফতর। পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি পরিপালনের জন্য সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
ঢাকায় অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানা।
এছাড়াও, ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকদের নেতৃত্বে বিভিন্ন বাজার এবং ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
ঢাকা মহানগরের লালবাগ এলাকার বিভিন্ন হোটেল- রেস্টুরেন্ট এবং ফার্মেসিতে অভিযান চালিয়ে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, ক্যাবসহ সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি অভিযানে সহযোগিতা করেন বলে জানিয়েছে ভোক্তা অধিদফতর।
বিএসডি/আইপি