অর্থনীতি ডেস্ক,
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। প্রতিষ্ঠান দুটির ক্রেডিট রেটিং করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
যে দুটি কোম্পানি ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে সেগুলো হলো- রিপাবলিক ইন্স্যুরেন্স এবং আমরা নেটওয়ার্কস লিমিটেড।
রিপাবলিক ইন্স্যুরেন্স: আলফার রেটিং অনুযায়ী রিপাবলিক ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
আমরা নেটওয়ার্কস: আলফার রেটিং অনুযায়ী আমরা নেটওয়ার্কসের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ২৫ আগস্ট ২০২১ সাল পর্যন্ত এ রেটিং নির্ণয় করা হয়েছে।
বিএসডি/আইপি