ক্রীড়া ডেস্ক,
রবার্ট লিওয়ানদোস্কির হ্যাটট্রিকে ভর করে হার্থা বার্লিনকে ৫-০ গোলে পরাজিত করেছে বায়ার্ন মিউনিখ। শনিবারের ম্যাচে চ্যাম্পিয়ন বায়ার্নের হয়ে ৩০০ গোলের মাইলফলকও অতিক্রম করেছেন পোল্যান্ডের ওই স্ট্রাইকার।
ম্যাচের শুরুতেই ৬ মিনিটে থমাস মুলারের গোলে এগিয়ে যায় বায়ার্ন। এরপর ৩৫ মিনিটে গোল করে স্বাগতিক বায়ার্নকে দ্বিগুন ব্যবধানে পৌঁছে দেন লিওয়ানদোস্কি।
বিরতি থেকে ফেরার চার মিনিট পর জামাল মুসিয়ালার গোলে ৩-০ গোলের লিড পায় বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৭০ ও ৮৪ মিনিটে পরপর দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন লিওয়ানদোস্কি। গত বছর বুন্দেস লিগায় এক মৌসুমে সর্বোচ্চ ৪১ গোল করে গোলের রেকর্ড গড়েছিলেন তিনি। এবারের মৌসুমে এ পর্যন্ত তিন ম্যাচ থেকে ইতোমধ্যে ৫ গোল করেছেন এই পোলিশ তারকা।
গতকাল নিজের নামের পাশে অবশ্য চার গোল লিখিয়ে নিতে পারতেন লিওয়ানদোস্কি। শুরুর দিকে মুলারের বাড়িয়ে দেয়া বলটি গোলে পাঠাতে নিজের কদমটি একটু আগেই ফেলেছিলেন তিনি। ফলে গোলটি আর করা হয়নি।
লিওয়ানদোস্কি বলেন, কখনো কখনো প্রথম গোল খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। থমাস সঠিক ভাবেই বলের যোগান দিয়েছিলেন। তবে এই ম্যাচটি আমাদের পুরোপুরি নিয়ন্ত্রনে ছিল। সব কিছু পরিকল্পনা মাফিক হয়েছে।
আমি সব সময় গোলের জন্য ক্ষুধার্ত থাকি। এটি আমাকে ভাল অনুভুতি দেয় এবং আমি সব সময় পরের স্তরে যাবার জন্য মুখিয়ে থাকি। সব সময় উন্নতির ধারায় থাকার চেস্টা করি।
মুলার বলেন, লিওয়ানদোস্কি ‘অন্য স্তরে’ খেলছেন।
এই জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বায়ার্ন। শির্ষে থাকা বায়ার লেভারকুজেনের সমান ৭ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিন অসবার্গকে ৪-১ গোলে পরাজিত করেছে কুজেন।
বিএসডি/আইপি