নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফ গুলি করে হত্যার পর ২ বাংলাদেশিকে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তিনি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
রোববার (২৯ আগস্ট) এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, ‘বিএসএফ বিভিন্ন খোঁড়া অজুহাতে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে তাদের তাণ্ডব অব্যাহত রেখেই চলেছে। যুবকদের কোনো দোষ ছিল না। তারা বাংলাদেশের এপারে ছিল। ভারতের সন্ত্রাসী বিএসএফ বিনা কারণে তাদের গুলি করে হত্যা করেছে।’
রেজাউল করীম বলেন, ‘এর আগেও বিএসএফ ব্রাক্ষণবাড়িয়া সীমান্তে বাংলাদেশের সীমান্ত খুঁটি তুলে প্রায় কয়েক কিলোমিটার ভেতরে চলে আসে। এর কোনো জোরালো প্রতিবাদ করেনি সরকার। এমনকি ঘটনার জন্য ভারতের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে প্রতিবাদও করা হয়নি।’
তিনি বলেন, ‘এভাবে একটি স্বাধীন সার্বভৌম দেশ চলতে পারে না। আমাদের দুর্বল ও নতজানু পররাষ্ট্র নীতির কারণে ভারত আমাদের বিভিন্ন সীমান্তে পাখির মতো গুলি করে বাংলাদেশিদের হত্যা করছে।’
তিনি ভারতের সকল অন্যায় আচরণের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এছাড়াও অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আগামী ৩১ আগস্ট ঢাকায় ও ২ সেপ্টেম্বর জেলায় জেলায় মানববন্ধন কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
বিএসডি/এমএম