আন্তর্জাতিক ডেস্ক,
ঘূর্ণিঝড়ের ধাক্কায় স্বাভাবিক পথ পাল্টে হঠাৎ করেই উল্টো পথে চলতে শুরু করেছিল মিসিসিপি নদীর গতিপথ। গত রোবার দুপুরে আমেরিকার দক্ষিণ উপকূলে আঘাত হানে চার মাত্রার হ্যারিকেন ইদা। ঘণ্টায় ১৫০ মাইল গতিবেগের সেই তীব্র হ্যারিকেনের ধাক্কাতেই কিনা কিছুক্ষণের জন্য উল্টো দিকে চলেছে মিসিসিপি। আবহাওয়া বিশেষজ্ঞদের কথায়, এটি খুবই বিরল একটি ঘটনা। সিএনএন।
বিশেষজ্ঞরা বলেন, রোববার লুসিয়ানার কাছে পোর্ট ফুরসনে আছড়ে পড়া ঝড়ের অভিঘাতে হঠাৎ গতি কমে আসে মিসিসিপির। একপর্যায়ে সেকেন্ডে ৬০ সেন্টিমিটার গতিবেগে নিম্নমুখে ধাবমান মিসিসিপি হঠাৎই উল্টো দিকে সেকেন্ডে ১৫ সেন্টিমিটার গতিতে চলতে শুরু করে।
নদীর এই গতিপথ বদলকে অতি বিরল হলেও একেবারে অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন আবহাওয়া বিশারদরা। তীব্র ঝড়ে এমনটি হতে পারে। তবে বিশেষজ্ঞদের একটি দল বলছে, এক্ষেত্রে ঝড়ের ধাক্কায় মিসিসিপির উপরের জলভাগ উল্টোমুখে বইলেও সম্ভবত পুরো নদী উল্টোদিকে প্রবাহিত হয়নি। তবে এ বিষয়ে নিশ্চিত না হয়ে চূড়ান্ত কিছু বলতে চাননি বিশেষজ্ঞরা।
লুসিয়ানার ব্যাটন রুজের ইউএসজিএস লোয়ার মিসিসিপি গালফ ওয়াটার সায়েন্স সেন্টারের তত্ত্বাবধায়ক হাইড্রোলজিস্ট স্কট পেরিয়েন বলেন, রোববার ঝড়ের আঘাতে নদীর প্রবাহ প্রতি সেকেন্ডে প্রায় ২ ফুট থেকে কমে অন্য দিকে প্রায় অর্ধ ফুট প্রতি সেকেন্ডে নেমে আসে। তবে তিনি ধারণা করেন, এ ঝড়ের প্রভাব কেবল নদীর ওপরি অংশেই পড়েছে। নিচের অংশ হয়তো এ অস্বাভাবিক ব্যাপারটি কার্যকর হয়নি।
তিনি বলেন, আমার মনে আছে, ২০০৫ সালে হ্যারিকেন ক্যাটরিনার সময় মিসিসিপি নদীর কিছু প্রবাহ বিপরীত ছিল, কিন্তু এটি অত্যন্ত অস্বাভাবিক।
বিএসডি/এএ