ক্রীড়া ডেস্ক,
রেসের আগের ম্যাচে স্টেডিয়ামের ধারণক্ষমতার (২০ হাজার) অর্ধেকও ভরেনি। রোববারের ম্যাচের টিকিট চার দিন আগেই ‘সোল্ড আউট’। লিওনেল মেসির অভিষেকের খবরে মুহূর্তেই বিক্রি হয়ে যায় সব টিকিট। পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো রেঁসের সমর্থকদের হতাশ করেননি। শ্যাম্পেনের শহরে অভিষেক করিয়েছেন মেসির। পিএসজির জার্সিতে মেসির অভিষেকের ম্যাচে নায়ক কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকার জোড়া গোলে রেঁসকে ২-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি।
মেসি-নেইমার-এমবাপ্পে জুটি দেখার অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। পচেত্তিনো সেই অপেক্ষা অবশ্য মেটাননি।
মেসিকে দ্বিতীয়ার্ধে নামিয়েছেন নেইমারের বদলি হিসেবে। ৬৬তম মিনিটে যখন মেসি প্রথমবার ফরাসি ফুটবলে খেলতে নামেন ততক্ষণে ২-০ ব্যবধানে এগিয়ে পিএসজি। বার্সেলোনা এবং জাতীয় দলেও মেসির অভিষেক বদলি হিসেবে। আর্জেন্টাইন সুপারস্টার প্রথমবার পিএসজির জার্সি গায়ে মাঠে নামার সময় দু’দলের সমর্থকদের মাঝে উল্লাস-উচ্ছ্বাসে স্টেডিয়ামে উৎসব। ফরাসি ফুটবলে ‘মেসি বরণ’ তাই পেয়েছিল ভিন্ন মাত্রা। লম্বা বিরতি থেকে মাঠে ফিরে কিছুটা ছন্দহীন ছিলেন মেসি। অভাব ছিল ফিটনেসেরও। ম্যাচের ২৪ মিনিট এবং অতিরিক্ত সময়ের ৬ মিনিট ধরলে মেসি মাঠে ছিলেন ৩০ মিনিট। বল পায়ে খুব বেশি ঝলক দেখাতে পারেননি। মোট ২১টি পাস দিয়েছেন মেসি, এর মধ্যে ২০টিই সতীর্থকে খুঁজে নিয়েছে। ২৬ বার বলে পা ছুঁইয়ে ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ৩০ মিনিটেই ফাউলের শিকার হয়েছেন ৩ বার।
অভিষেকে স্বাভাবিক ছন্দটা দেখাতে পারেননি মেসি। বিষয়টা চোখে পড়েছে পিএসজি কোচেরও। পচেত্তিনো বলেন, ‘লিও এখনো সেরা ফর্মের কাছাকাছিও নেই, বরং তা থেকে অনেক দূরে। তবে সে ভালোভাবে অনুশীলন করছে এবং আন্তর্জাতিক ফুটবলের বিরতি থেকে ফিরে সপ্তাহ দুয়েকের মধ্যে পুরো ফিট হয়ে যাবে বলে আশা করছি। তার কাছে আমাদের অনেক আশা।’
তবে চিরচেনা রূপ যেমন, গোল করা, করানো, কিংবা গড়ে দেয়া; তার কোনোটিই করতে পারেননি তবে মেসির অভিষেকটাও কম গুরুত্বপূর্ণ নয় আর্জেন্টাইন এই কোচের কাছে।
সাবেক বার্সা অধিনায়কের পারফরমেন্স সম্পর্কে পিএসজি কোচের মূল্যায়ন, ‘কোচ হিসেবে পরিস্থিতিগুলোকে বিশ্লেষণ করাটা আমাদের দায়িত্ব। লিওর ৩০ মিনিট গুরুত্বপূর্ণ ছিল। অনেক দিন ধরে সে অনুশীলনে নামেনি। তার ফর্মটাকে ফিরে পাওয়ার জন্য তাকে কঠোর পরিশ্রম করে যেতে হবে।’
পিএসজির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে মেসির সেরা ফর্মে থাকাটাও বেশ জরুরী। কোচ পচেত্তিনোর কণ্ঠেও ঝরে পড়ল বিষয়টা, ‘তার সেরাটা দেখতে তো মুখিয়ে আছি আমরাও। তবে ওর অভিষেকটা হয়ে গেছে, আমার ভালোই লাগছে এজন্য। ওর জন্যও এটা বেশ গুরুত্বপূর্ণ ছিল। ও ভালোই খেলেছে, বলে প্রথম ছোঁয়া থেকেই সে দলের মধ্যে একটা শান্তির ভাব নিয়ে এসেছে। সে খুশি ছিল, দলের সঙ্গে ভালোভাবেই মিশে গেছে সে।’
বিএসডি/এএ