রকমারি ডেস্ক,
হাতিকে বলা হয় বুদ্ধিমান প্রাণী। থাইল্যান্ডের রয়েছে ৭০ হাজারেও বেশি হাতি। এসব হাতি বিভিন্ন কসরৎ দেখিয়ে পর্যটকদের মুগ্ধ করে।
সম্প্রতি সেখানকার একটি হাতির শুঁড়ের সাহায্যে ছবি আঁকানোর দৃশ্য ভাইরাল হয়েছে। এমনকি প্রশিক্ষকের সাহায্য নিয়ে হাতির আঁকা একটি ছবি বাংলাদেশি মুদ্রায় সাড়ে চার লাখেরও বেশি দামে বিক্রি হয়েছে!
ওই ভিডিওতে দেখা গেছে, শুঁড়ের সাহায্যে রংতুলি দিয়ে ক্যানভাসে ছবি আঁকছে হাতি। পাশেই দাঁড়িয়ে আছেন প্রশিক্ষক। তিনিই তুলিতে রং মাখিয়ে দিচ্ছেন।
আর হাতিটি শুঁড়ের সাহায্যে ওই তুলিটি শক্ত করে ধরে ক্যানভাসের উপর এঁকে যাচ্ছে। নেটমাধ্যমে এই দৃশ্য মুগ্ধ করেছে নেটিজেনদের। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।
নিউ ইয়র্ক ভিত্তিক সংবাদ মাধ্যম নাওদিস হাতির ছবি আঁকার ভিডিও প্রকাশ করে। থানওয়া নামে ওই হাতিটির বয়স ৯ বছর।
থাইল্যান্ডের মেইট্যাঙ হাতি সংরক্ষণশালার রক্ষণাবেক্ষণের জন্য অর্থ সংগ্রহ চলছে অনলাইনে। সেখানে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়। সেখানেই থানওয়া ছবি প্রদর্শিত হয়েছে।
বিএসডি/এএ