আন্তর্জাতিক ডেস্ক,
পেরুতে একটি যাত্রীবাহী বাস ৬৫০ ফুট গভীর খাদে পড়ে গেছে। এতে করে বাসটিতে থাকা ৬৩ যাত্রীর মধ্যে ৩২ জনই মারা গেছেন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) দেশটির রাজধানী লিমা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ক্যারেটেরা সেন্ট্রাল রোডের একটি সরু অংশে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কমান্ডার সিজার কারভান্টেস বলেন, নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে। আহতদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে। মূলত বেপরোয়াভাবে বাস চালানোর কারণেই দূর্ঘটনা ঘটেছে। অত্যন্ত সরু রাস্তায় চালক খুব দ্রুত বাসটি চালাচ্ছিলেন।
গত কয়েকদিনে পেরুতে একের পর এক দুর্ঘটনা ঘটছে। গত ২৯ আগস্ট দেশটির আমাজন নদীতে দুই নৌকার মধ্যে ধাক্কা লাগে। এতে ২২ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। দুদিন পর গতকাল ৩১ আগস্ট দুটি বাস দুর্ঘটনা ঘটেছে। একটি ৩২ জন নিহত হয়েছেন, আরেকটিতে ১৭ জন। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে একটি বাস গিরিখাদে পড়ে গেলে ওই ১৭ জন নিহত হন।