নিজস্ব প্রতিবেদক
অনুসন্ধানী সংবাদ করতে তথ্য অধিকার আইন খুবই কার্যকর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ।
বুধবার রাজধানীর সেগুন বাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নিউজ পোর্টাল ক্র্যাবনিউজবিডি.কমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তথ্য অধিকার আইনের ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, তথ্য অধিকার আইন অনুসন্ধানী সংবাদ করতে খুবই কার্যকর। সাংবাদিকেরা যদি যথাযথ নিয়মে তথ্য অধিকার আইনে তথ্য চায় তাহলে তথ্য পেতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদি কেউ তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে না পায় তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
ডিজিটাল নিরাপত্তা আইন ও অফিশিয়াল সিক্রেসি অ্যাক্টের ব্যাপারে ড. হাছান মাহমুদ বলেন, পৃথিবীর অনেক দেশে এসব আইন আছে। সব আইনই করা হয় মানুষের নিরাপত্তা ও সুবিধার জন্য। আইনের অপপ্রয়োগও হয়। কিন্তু এখন এসব আইনের অপপ্রয়োগ অনেক কমে এসেছে। আমরা চাই কোনো আইনেরই যেন অপপ্রয়োগ না হয়।
ক্র্যাবের সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ। অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক (ডিজি) জাফর ওয়াজেদসহ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
বিএসডি/এমএম