নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের শেষ কর্মদিবসে সকাল থেকেই রাজধানীর সড়কে যানবাহনের চাপ দেখা গেছে। যে কারণে কোথাও কোথাও ধীরগতির সঙ্গে সড়কে যানজটও সৃষ্টি হচ্ছে। এতে গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এ চিত্র দেখা গেছে।
শাহিন আহমেদ নামের বেসরকারি এক চাকরিজীবী উত্তরার আজমপুর থেকে রাইদা পরিবহনের বাসে মালিবাগ রেলগেট সংলগ্ন আবুল হোটেলের সামনে এসে নেমেছেন। সড়কের পরিস্থিতি জানাতে গিয়ে তিনি বলেন, পুরো সড়কেই যানজট ছিল, আর যখন বাস চলছে তখন খুব ধীরগতিতে চলছে। অফিস টাইমে বাসগুলোতে যাত্রীদের খুব ভিড় থাকে। অন্যসময় অর্ধেক যাত্রী থাকে। অফিস সময়ে বের হয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়।
রাজধানীর পল্টন মোড়ে আকাশ সুপ্রভাত বাসটি দীর্ঘসময় ধরে সিগন্যালে আটকা। ওই বাসের চালক সাইদুর রহমান বলেন, উত্তরা থেকে এই পর্যন্ত আসতে গাড়ির গতি তুলতে পারিনি। সব সড়কেই যানবাহন অনেক বেশি। সে কারণে সিগন্যালেও অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। ছুটির দিন ছাড়া প্রায় প্রতিদিনই সড়কে এমন যানজট আর ধীরগতি থাকছেই। আগের তুলনায় এখন ট্রিপের সংখ্যা কম হচ্ছে, ফলে আমাদের আয় ইনকাম আগের চেয়ে অনেক কমে গেছে।
গাবতলী থেকে বৈশাখী পরিবহনের বাসে বাড্ডা পর্যন্ত এসেছেন তরিকুল ইসলাম। তিনি বলেন, যে পর্যন্ত এসেছি সড়কে এমন কোনো স্থান নেই যেখানে যানবাহনগুলো টেনে আসতে পারছে। সব সড়কেই ধীরগতিতে চলছে যানবাহন। এছাড়া অতিরিক্ত যানবাহনের কারণে প্রতিটি সিগন্যালে দুই তিনবার করে আটকে থাকতে হচ্ছে। দিন দিন রাজধানীর সড়কে যানজটের চিত্র খুবই খারাপ হয়ে উঠছে।
বিএসডি/এমএম