ক্রীড়া ডেস্ক,
ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে জায়গা পেয়েছেন ২৪ জন ক্রিকেটার। চলতি বছরের মে মাস থেকে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ এই চুক্তির।
তিন ফরম্যাটের চুক্তিতে রয়েছেন মাত্র ৫ জন ক্রিকেটার। ওয়ানডে ফরম্যাটে আছেন ১২ জন। আর টি-টোয়েন্টিতে রয়েছেন ১৫ জন ক্রিকেটার। বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নেয়ায় টি-টোয়েন্টি ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হয়েছে তামিম ইকবালকে। আর জিম্বাবুয়ে সিরিজে টেস্ট থেকে অবসর নেয়ায় সাদা পোশাকে চুক্তিতে নেই মাহমুদুল্লাহ রিয়াদ।
বিসিবির বোর্ড সভা শেষে তামিমের না থাকার বিষয়টি নিশ্চিত করেন সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, যেহেতু তামিম বিশ্বকাপ খেলবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।
সামনে টি-টোয়েন্টির কোনো সম্ভাব্য সিরিজও নেই। সেকারণে তাকে চুক্তিতে রাখা হয়নি।’
নতুন এই চুক্তিতে ফিরেছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা থাকায় গত বছরের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন না তিনি। বিসিবির চুক্তিতে জায়গা পেয়েছেন শরীফুল ইসলাম, মেহেদী হাসান, নাসুম আহমেদ ও শামীম হোসেন। তিন ফরম্যাটের কোনোটিতেই জায়গা হয়নি অফ-ফর্মে থাকা মোহাম্মদ মিঠুন।
বিসিবি’র ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘সাধারণত আমরা ১৬/১৭ জন রাখি এবার করোনা পরিস্থিতি তো আছেই। আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু সাধারণত ১৫/১৬ জন পাঠাতাম সেখানে আমরা ২০/২২ জন পাঠাই। এটা একটা কারণ। আরেকটা কারণ, আমরা উৎসাহিত করছি প্লেয়াররা ভালো খেলোয়াড়রা যদি আর্থিক সাপোর্ট পায়। আমরা তিনটা ফরম্যাটে করেছি। যে বেশি ফরম্যাট খেলবে সে বেশি টাকা পাবে। এই সুযোগটা আমরা দিয়েছি প্লেয়াররা যদি ভালো করে ওদের সুবিধা ওরা পেয়ে যাবে। ১৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ক্যাটগরি অনুযায়ী। যতগুলো ক্যাটাগরি আছে আমরা ১৫ থেকে ৩৫ শতাংশ বাড়িয়েছি।
চুক্তিতে কে কোন ফরম্যাটে
তিন ফরম্যাট: মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম।
ওয়ানডে ও টেস্ট: তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম।
টেস্ট: মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহী, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, এবাদত হোসেন।
ওয়ানডে ও টি-টোয়েন্টি: মাহমুদুল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, আফিফ হোসেন।
টি-টোয়েন্টি: সৌম্য সরকার, মেহেদী হাসান, নাঈম শেখ, নুুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম হোসেন।
বিএসডি/এএ