নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলার ১১ং মোটবী ইউনিয়নের লস্করহাট এস সি লাহা ইনস্টিটিশনের খেলার মাঠ বাঁচাতে আজ ৩সেপ্টেম্বর মানববন্ধন করেন ক্রীড়া প্রেমি তরুনেরা।
লস্করহাট এস এস লাহা ইন্সটিটিউশন একটি ঐহিত্যবাহী স্কুল। সেখানে রয়েছে সবুজে ঘেরা খেলার মাঠ আর সেই মাঠে প্রতিদিন জড় হতো ক্রীড়াপ্রেমিরা। স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা সে মাঠ ব্যবহার করতো খেলার জন্য। কিন্তু স্কুলের ভবন বানানোর জন্য সে মাঠে রাখা হয় ইট, বালু ও অন্যান্য উপকরণর এবং সেই মাঠের একাংশেই বানানো হচ্ছে নতুন আরেকটি ভবন। যার ফলে উপযুক্ত খেলার মাঠ জন্য নির্ধারিত জায়গা হারাচ্ছে তরুনেরা ।
এ বিষয়ে নিশান হাজারী বলেন, আমাদের মোটবী ইউনিয়নের একমাত্র মাঠ যেখানে মোটবী ও ছনুয়া এই দুই ইউনিয়নের সবাই নিয়মিত খেলাধুলা করে আসছি। সম্প্রতি স্কুল ভবনের জন্য মাঠের মধ্যে ভবন নির্মাণের সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। এতে আমরা আমাদের খেলাধুলা করার একমাত্র অবলম্বন এই মাঠ পুরোপুরিভাবে হারাতে যাচ্ছি। এই মাঠটা রক্ষা করা না হলে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম খেলাধুলার সুযোগ হারাবে সর্বোপরি আমাদের সামাজিক বিপর্যয় নেমে আসবে। তাই যেকোনো মূল্যে আমাদের প্রাণের মাঠটি রক্ষা করতে এলাকাবাসীসহ উপর মহলের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য এ বিষয়ে ১১ং মোটবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ এল.এল.বি বিষয়টি নিয়ে বিকাল ৪টায় ঠিকাদার সাথে আলোচনা করবেন বলে জানিয়েছেন এবং সার্বিক সহযোগিতা করার আশ্বস্ত করেছেন।
বিএসডি/আফাজ/এমএম