ক্রীড়া ডেস্ক,
তারকায় ঠাসা প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) লিওনেল মেসির সংযুক্তি দলটিকে করে তুলেছে আরও শক্তিশালী। লা প্যারিসিয়ানদের এখনই সুবর্ণ সুযোগ আক্ষেপ ঘোচানোর, প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লীগ শিরোপা ঘরে তোলার। এমনটাই বিশ^াস করেন, লিওনেল মেসির আর্জেন্টিনা ও বার্সেলোনার সাবেক সতীর্থ হুয়ান রোমান রিকুয়েলমে। আর্জেন্টাইন সুপারস্টারের উপস্থিতিতেও ইউরোপ সেরা না হতে পারলে কখনোই সেটা সম্ভব নয় বলেও হুঁশিয়ারি দিয়েছেন রিকুয়েলমে।
ফরাসি লিগ ওয়ানের সফলতম ক্লাব পিএসজি। বর্ণাঢ্য ইতিহাসের অপূর্ণতা একটাই। লা পার্সে দেস প্রিন্সেস স্টেডিয়ামের শো-কেজে এখনোও ওঠেনি চ্যাম্পিয়নস লীগ শিরোপা।
বিশ্বের অন্যতম সেরা ক্লাবগুলো মধ্যে অন্যতম পিএসজি। দলটিতে কিলিয়ান এমবাপ্পে, নেইমার, অ্যাঞ্জেল ডি মারিয়ারা তো ছিলেনই।
চলতি মৌসুমে মাউরিসিও পচেত্তিনোর স্কোয়াডে যোগ দিলেন লিওনেল মেসি। সময়ের সেরা তারকাদের নিয়ে গঠিত দলটির সমূহ সম্ভাবনা রয়েছে ইউরোপ সেরা হওয়ার।
ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে রিকুয়েলমে বলেন, ‘মেসিকে পেয়েও পিএসজি যদি চ্যাম্পিয়নস লীগ জিততে না পারে, তাহলে তারা কখনোই পারবে না।’
২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে উঠেছিল পিএসজি। তবে বায়ার্ন মিউনিখের কাছে হেরে শিরোপা অধরা থেকে যায় প্যারিসের ক্লাবটির। আর গত আসরে সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হেরে যায় তারা।
রিকুয়েলমে বলেন, ‘ মেসি সবার সেরা। কেননা, সে বল নিয়ে খেরে। আমি মনে করি পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লীগ জিতবে সে।’
হুয়ান রোমান রিকুয়েলমের বিশ^াস, এখন পিএসজিতে গেলেও বার্সেলোনায় ফিরে ক্যারিয়ারের ইতি টানবেন মেসি। তিনি বলেন, ‘পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লীগ জেতার পর সে বার্সেলোনায় ফিরে আসবে। আর ন্যু-ক্যাম্প থেকেই অবসর নেবে।’
লা লিগার বেতন অবকাঠামোজনিত জটিলতায় শেষ হয়েছে মেসির বার্সেলোনা অধ্যায়। দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দিয়ে ইতিমধ্যেই একটি ম্যাচও খেলে ফেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
আর্জেন্টিনা ফুটবল জাতীয় দলের হয়ে ১৯৯৭ থেকে ২০০৮ পর্যন্ত খেলেন রিকুয়েলমো। জাতীয় দলে তার সঙ্গে তিন বছর খেলেন মেসি। বার্সেলোনায় দুই সতীর্থের পথ চলাটা দুই বছরের। জাতীয় দলের হয়ে ৫১ ম্যাচে ১৭টি গোল করেছেন রিকুয়েলমো। বার্সেলোনার ক্যারিয়ারে এই মিডফিল্ডারের গোল সংখ্যা মাত্র ৩টি। খেলেছেন ৩০টি ম্যাচ।
বিএসডি/এএ