মিডিয়া সেল,
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লো গানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন নতুন রাস্তা ঢাকা ফিলিং ষ্টেশন এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল মাদক উদ্ধার অভিযান পরিচালনা করার লক্ষ্যে শনিবার (৪ সেপ্টেম্বর) র্যাবের উপস্থিতি বুঝতে পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ১। মোঃ বাগদাদ হোসেন (৩৮) ও ২। মোঃ তাহেদুল ইসলাম (২৫) নামক ২ ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় গ্রেফতারকৃত ব্যক্তির নিকট থেকে ৬০০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন ও নগদ- ১৫০০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
বিএসডি/আইপি