আন্তর্জাতিক ডেস্ক,
রানি দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত হলে তার শেষকৃত্য কীভাবে হবে সেই পরিকল্পনা ফাঁস হয়েছে। ব্রিটেন সরকার এই পুরো পরিকল্পনার নাম দিয়েছে ‘অপারেশন লন্ডন ব্রিজ’।মার্কিন সংবাদ সংস্থা পলিটিকো এই খবর দিয়েছে।
ব্রিটেনের ইতিহাসে সবথেকে বেশি দিন ধরে রানির দায়িত্ব সামলাচ্ছেন দ্বিতীয় এলিজাবেথ। তার মৃত্যুর ১০ দিন পরে তাকে কবর দেওয়া হবে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। এর আগে তার ছেলে তথা উত্তরসূরি যুবরাজ চার্লস ব্রিটেনের অন্তর্ভুক্ত চারটি দেশ সফর করবেন।
পরিকল্পনা অনুযায়ী রানির কফিন ব্রিটেনের সংসদে রাখা হবে তিন দিন। কারণ দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। রানির শেষ যাত্রায় বহু মানুষ অংশ নিতে পারেন বলে মনে করছে ব্রিটেন সরকার। সেই কারণে কড়া নিরাপত্তার ঘেরাটোপে সবটা করা হবে বলেই পরিকল্পনা করা হয়েছে।
‘পলিটিকো’ জানিয়েছে, সেন্ট পলস ক্যাথিড্রালে রানির শোকসভার আয়োজন করা হবে। বেশ কয়েক দিন ধরে চলবে এ শোকসভা। সেই সঙ্গে রানির মৃত্যুর দিন ব্রিটেনে জাতীয় শোক ঘোষণা করা হবে।
তবে পলিটিকোর প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করেনি ব্রিটিশ সরকার বা বাকিংহাম প্যালেস।
বিএসডি/এএ