অর্থনীতি ডেস্ক,
স্বল্প মূলধনী (এসএমই) বোর্ডে কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) মাধ্যমে টাকা উত্তোলনের অনুমোদন পাওয়া অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আবেদন শুরু হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন গ্রহণ শেষ হবে আগামী ৯ সেপ্টেম্বর বিকেল ৫টায়। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের লক্ষ্যে চলতি বছরের ১৪ জুলাই কোম্পানিটির কিউআইও অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির ৭৮৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
নিয়ম অনুযায়ী, শুধু যোগ্য বিনিয়োগকারী বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এসএমই বোর্ডে আবেদন করা কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে পারবেন। পাশাপাশি পুঁজিবাজারে যেসব দেশি বা বিদেশি ব্যক্তির বাজারমূল্যে অন্তত এক কোটি টাকার বিনিয়োগ আছে, তারা এসএমই বোর্ডের আইপিওতে বিনিয়োগ করতে পারবেন।
অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ কিউআইও’র মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলে এক কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ১০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ, কার্যকরী মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ৩০ ডিসেম্বর ২০২০ সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ০২ পয়সা এবং পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ০৯ পয়সা।