আন্তর্জাতিক ডেস্ক,
কড়া নিরাপত্তা সত্ত্বেও ইসরায়েলের একটি কারাগার থেকে সুড়ঙ্গপথে ছয় ফিলিস্তিনি পালিয়েছে। জানা গেছে, পলাতক ছয় জনই জঙ্গি গোষ্ঠীর সদস্য। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে। দেশটির ক্যান পাবলিক রেডিওর বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ কারাবন্দি ইসলামিক জিহাদি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং সাবেক এক জঙ্গি গোষ্ঠীর কমান্ডারও রয়েছে। তাদের সঙ্গে মূলধারার রাজনৈতিক দল ফাতাহ পার্টির যোগাযোগ আছে।
পলাতক ছয় জনই উত্তর ইসরায়েলের গিলবোয়া কারাগারে একসঙ্গেই ছিল এবং সেখান থেকে টানেল করে পালিয়েছে তারা। পলাতকদের ধরতে অভিযান শুরু হয়েছে এমন খবর জানা গেলেও এখনো কারা কর্তৃপক্ষ বা পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এ ঘটনাকে ভয়ানক হিসেবে উল্লেখ করেছেন।
বিএসডি/এএ