অর্থনীতি ডেস্ক,
শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) রাজধানীর তোপখানা রোডে ফারইস্ট টাওয়রের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৬ সেপ্টেম্বর) ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোম্পানির এ সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মুহাম্মদ রহমত উল্লাহ।
এ সময় সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ সানাউল্লাহ, ড. মো. রফিকুল ইসলাম, মো. মোফাজ্জল হোসেন, কর্নেল গাজী মো. খালিদ হোসেন, স্নেহাশিষ বড়ুয়া, মোজাম্মেল হক, সুজাদুর রহমান, মো. জিকরুল হক, জহুরুল ইসলাম চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত উল্যাহ্, ডিএমডি অ্যান্ড সিএফও মোহাম্মদ আলমগীর কবির, এসইভিপি অ্যান্ড হেড অব আইএসি মো. কামাল হোসেন হাওলাদার ও ইভিপি অ্যান্ড কোম্পানি সেক্রেটারি মাহমুদুল হাসান।
এর আগে গত ১ সেপ্টেম্বর ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বর্তমান পরিচালনা পর্ষদকে অনতিবিলম্বে অপসারণের সিদ্ধান্ত নেয় বিএসইসি। একইসঙ্গে কোম্পানির কার্যক্রম পরিচালনার জন্য ১০ জন স্বতন্ত্র পরিচালকদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠন করে কমিশন। কোম্পানির নতুন পর্ষদের চেয়ারম্যান মনোনীত করা হয়েছে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ রহমতউল্লাকে।
বিএসডি/আইপি