ক্রীড়া ডেস্ক,
টিউমার ধরা পড়েছিল ব্রাজিল কিংবদন্তি পেলের। এমন খবরে উদ্বিগ্ন হয়ে পড়ে তার ভক্তকুল। তিনবারের বিশ্বকাপ জয়ী অবশ্য সোশ্যাল মিডিয়ায় আশ্বস্ত করেছেন, তার বৃহদান্ত্রের টিউমারটি সার্জারিতে সফলভাবে সরানো হয়েছে। এখন হাসপাতালেই সুস্থ হয়ে উঠছেন তিনি।
ইন্সটাগ্রামে ব্রাজিলের হলুদ জার্সি পরা ও ফুটবল হাতে একটি ছবি দিয়ে পেলে জানিয়েছেন, ‘গত শনিবার আমার বৃহদান্ত্রের টিউমারটি সার্জারির মাধ্যমে সরানো হয়েছে। গত সপ্তাহে এক পরীক্ষার পর বিষয়টি ধরা পড়ে। আমি ভাগ্যবান যে, দারুণ সব বিজয় আপনাদের সঙ্গে উদযাপন করতে অভ্যস্ত।’
মাঠের বাইরের এই ঘটনাকেও একটি ম্যাচ হিসেবে দেখছেন পেলে। তাই হাসি মুখে এই লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় জানিয়েছেন ৮০ বছর বয়সী সাবেক ফুটবলার।
অবশ্য পেলের এই অসুস্থতা নিয়ে নানা গুজবও ছড়িয়েছে কয়েক দিন আগে। খবর রটে তিনি নাকি হাসপাতালেই জ্ঞান হারিয়ে ফেলেছেন! সেই গুজব উড়িয়ে মঙ্গলবার পেলে বলেছেন, ‘আমি আসলে অজ্ঞান হইনি। আমি ভালো আছি। আমি নিয়মিত পরীক্ষার জন্য হাসপাতালে এসেছিলাম। করোনার কারণে আগে এটা করা হয়নি।’
বিএসডি/এএ