নিজস্ব প্রতিবেদক:
ইরাকের রাষ্ট্রপতি মো. বারহাম সালিহের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ফজলুল বারী। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ইরাকের আল-সালাম প্যালেসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশি দূত।
ইরাকের বাংলাদেশ দূতাবাস জানায়, ইরাকের রাষ্ট্রপতি মো. বারহাম সালিহের কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত ফজলুল বারী পেশ করেছেন। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তা গ্রহণ করে কুশলাদি বিনিময় করেন সালিহ। রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ইরাকের রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেন।
রাষ্ট্রদূত বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও ইরাকে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নে নতুন রাষ্ট্রদূতকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় ইরাকের পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতির রাষ্ট্রাচার বিষয়ক উপদেষ্টাসহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএসডি/আইপি