আন্তর্জাতিক ডেস্ক,
মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাবে রাজধানী মেক্সিকো সিটির ভবনগুলোও কেঁপে ওঠে। খবর রয়টার্সের
খবরে বলা হয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এই ভূমিকম্পের মাত্রা ৭ বলে জানিয়েছে। এটি সের মার্কোস, গুয়েরেরো থেকে ২৩ মাইল (৩৭ কিলোমিটার) উত্তর-পশ্চিমে আঘাত হানে। একই সূত্রের বরাত দিয়ে চায়না ডেইলি জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১।
ভূমিকম্প আঘাত হানার পর বেশিরভাগ মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের ঘটনা সম্পর্কে এখনো জানা যায়নি। তবে এতে বড় ক্ষতি হতে পারে বলে মনে করা হচ্ছে।
বিএসডি/এএ