আন্তর্জাতিক ডেস্ক,
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ বলেছেন, জাতিসংঘের মানবিক সহায়তা প্রয়োজন তালেবানদের। তাদের সঙ্গে কাজ করার জন্য এই সহায়তা হতে পারে ‘এন্ট্রি পয়েন্ট’। উল্লেখ্য, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর সেখানে সহযোগিতা অব্যাহত রেখেছে জাতিসংঘ। এরই মধ্যে মঙ্গলবার অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছে তালেবানরা। কিন্তু সেখানে কোনো নারী প্রতিনিধি রাখা হয়নি। বলা হয়েছে, এটা স্বল্পকালীন একটি অন্তর্বর্তী সরকার। পরে এতে অন্যদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এ পরিস্থিতিতে নিউ ইয়র্কে বিবিসির সাংবাদিক লরা ট্রেলেনিয়ানের সঙ্গে কথা বলেন গুতেরাঁ।
তিনি বলেন, আফগানিস্তানের পরিস্থিতি এখনও বড় রকমের অনিশ্চয়তায়।
বিএসডি/এএ