নিজস্ব প্রতিনিধি
বিএসটিআই’র সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স না নিয়ে অবৈধভাবে কাপড় তৈরি, বিতরণ, বাজারজাত ও সরবরাহ করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান ও বনানী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এ জরিমানা করেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা। এ সময় প্রসিকিউটিং অফিসার হিসেবে অংশগ্রহণ করেন পরীক্ষক (টেক্সটাইল) মো. শরীফুল ইসলাম।
বিএসটিআই’র পক্ষ থেকে জানানো হয়, আজ গুলশান ও বনানী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় বনানীর ব্যাবিলন আউটফিট লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটি বিএসটিআই’র সিএম লাইসেন্স ছাড়া কাপড় তৈরি, বিক্রয়, বিতরণ, বাজারজাত ও সরবরাহ করছে। একই অপরাধের গুলশান-১ এর এস্টোরিয়ন লিমিটেডকে ২৫ হাজার টাকা জরিমানা করেন আদালত।
বিএসডি/এমএম