নিজস্ব প্রতিবেদন
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের আবাসিক হল এবং পরিবহন ফি মওকুফ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৫০৬ তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ভিসি অধ্যাপক গোলাম কবির সাত্তার।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক ড. আজিজুর রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হলের আবাসিক ও পরিবহন ফি মওকুফ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষার্থীর নিকট ইতোমধ্যে এ দুটি খাতে অর্থ আদায় করা হয়েছে তা যথাসময়ে সমন্বয় করা হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, শিক্ষার্থীদের লিখিত আবেদন বিবেচনা করে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ৫৪৯ তম ফাইন্যান্স কমিটির সভায় ১৮ মাসের (এপ্রিল ২০২০ থেকে সেপ্টেম্বর ২০২১ সাল পর্যন্ত) হলের আবাসিক ও পরিবহন ফি মওকুফের সুপারিশ করা হয়। সিন্ডিকেটে আজ (বৃহস্পতিবার) তার চূড়ান্ত অনুমোদন দেয়া হলো।
বিএসডি/এমএম