ক্রীড়া ডেস্কঃ
ক্রিকেটের মাঠে ম্যাচ চলাকালীন পশুপাখি ঢুকে পড়া নতুন কিছু নয়। আন্তর্জাতিক ম্যাচেও এমনটি ঘটেছে আগে।
তবে অল-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি কাপের সেমিফাইনালে যা ঘটল, তা দেখে যে কেউ হেসে লুটোপুটি খাবে।
সেই ঘটনার ভিডিও আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের টুইটারে শেয়ার করা হয়েছে। এর পরই নেটদুনিয়ায় ভাইরাল সেই ভিডিও।
ভিডিওতে দেখা গেছে, ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়েছে গলায় বেল্ট বাঁধা একটি কুকুর। শুধু মাঠে ঢুকেই ক্ষান্ত হয়নি কুকুরটি। বল মুখে তুলে নিয়ে দৌড়াতে থাকে। সেই বল ফিরে পাওয়ার জন্য ক্রিকেটাররা কুকুরটির পেছনে দৌড়াতে থাকে। এরই মধ্যে গ্যালারি থেকে মাঠে নেমে পড়েছেন কুকুরের মালিকও। তিনিও চেষ্টা করছেন তার পোষ্যকে ধরে বল ফেরত দেওয়ার। কিন্তু কুকুরটির দৌড়ের কাছে পেরে উঠছেন না তিনি। কিন্তু অদ্ভুত কারণে বল মুখে নিয়ে কুকুরটি দৌড়ে সোজা চলে যায় ব্যাটারের কাছে। ব্যাটার আদর করে কাছে ডেকে নিয়ে কুকুরটির মুখ থেকে বল নিয়ে তুলে নেন। এবং বোলারের হাতে দেন।
বিএসডি/এএ