বর্তমান সময় ডেস্ক:
ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ঢাকার মিষ্টি দই খেয়ে মুগ্ধ হয়েছেন। অন্যদিকে পুরান ঢাকার বাকরখানি খেয়ে মুগ্ধ হয়েছেন নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন।
সম্প্রতি জার্মান-নরওয়ে রাষ্ট্রদূত দই ও বাকরখানি খেয়ে তাদের অনুভূতির কথা জানান সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।
জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার একটি টুইটে হাড়িভর্তি দইয়ের ছবি পোস্ট করে লেখেন, ঢাকায় মোটা হওয়া থেকে বাঁচার কোনো সুযোগ নেই। জীবনে প্রথমবারের মতো কেউ মিষ্টি দই খাওয়াল, কি যে সুস্বাদু!
আরেকটি পোস্টে ‘১০ সেকেন্ড পরে’ লিখে খালি হাড়ির ছবি শেয়ার করেছেন। অর্থাৎ, ১০ সেকেন্ডেই এক হাঁড়ি দই শেষ করলেন রাষ্ট্রদূত!
অন্যদিকে নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন টুইটে জানান, এক বছর আগে বাংলাদেশে আসার পর আজ প্রথমবারের মতো পুরান ঢাকায় গেলাম। প্রথম বাকরখানির স্বাদ উপভোগ করলাম। আমি আবারও আসব।
মাসখানেক হলো জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ঢাকায় দেশটির দায়িত্ব পালনে এসেছেন। অন্যদিকে বছরখানেকের কিছুটা বেশি সময় আগে ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত হয়ে আসেন এসপেন।
বিএসডি/আইপি