আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচি আদালতে অসুস্থ বোধ করায় তার বিরুদ্ধে আনা অভিযোগের বিচার কার্যক্রম স্থগিত করা হয়েছে। বর্তমানে বিশ্রামে আছেন তিনি।
অং সান সুচির আইনজীবী মিন মিন সোয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
গাড়িতে করে যাত্রাজনিত কারণে সুচি অসুস্থতাবোধ করছেন উল্লেখ করে সোয়ে বলেন, ‘গত ফেব্রুয়ারি থেকে তিনি বন্দি অবস্থায় আছেন, কোথাও যাওয়ার অনুমতি তার ছিল না। এ কারণে আদালতে আসার পথে দীর্ঘ সময় ধরে গাড়িযাত্রার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। মাননীয় আদালতকে তিনি তার অসুস্থতার কথা জানিয়েছেন এবং বলেছেন, তার বিশ্রাম প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘যদিও এটি বড় কোনো অসুস্থতা নয়, কিন্তু তারপরও, যেহেতু তার বয়স হয়েছে, স্বাভাবিকভাবেই আমরা তার স্বাস্থ্যগত বিষয়ে উদ্বিগ্ন।’