নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের পানিশাইল এলাকায় খালে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রী রিয়ার (১০) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হলো।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার ফুট দক্ষিণে একটি ঝোঁপের পাশে ভাসমান অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চার ছাত্রী নিখোঁজের খবরে ফায়ার সার্ভিস তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। অপরজনের মরদেহ উদ্ধারে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালানো হলেও কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে অভিযান স্থগিত করা হয়।
মঙ্গলবার আবারও নিখোঁজের সন্ধানে অভিযান চালানোর একপর্যায়ে ঘটনাস্থল থেকে এক হাজার ফুট দূরে মরদেহটি ভেসে থাকতে দেখে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে উদ্ধার করেন। এখন আর কেউ নিখোঁজ নেই।
উল্লেখ্য, সোমবার দুপুরে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের পানিশাইল গ্রামের মো. সোলায়মান মিয়ার বড় মেয়ে সাদিয়া আক্তার রিচি (১৪), ছোট মেয়ে রিয়া (১০), হায়েত আলীর মেয়ে আইরিন আক্তার (১৪) ও মঞ্জুর আলমের মেয়ে মায়া বেগম বাড়ির পাশেই তুরাগ নদ ও লবণদহ খালের মোহনায় গোসলে যায়। এ সময় তারা চারজনই পানিতে ডুবে নিখোঁজ হন।
পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তিনজনের মরদেহ উদ্ধার করলেও নিখোঁজ রিচির মরদেহ উদ্ধার করতে পারেননি তারা। মঙ্গলবার দুপুর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা পুনরায় রিয়ার সন্ধানে অভিযান চালাতে শুরু করেন। পরে বিকেল সোয়া ৪টার দিকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
বিএসডি/আইপি