নিজস্ব প্রতিবেদক:
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার ভোরে টানা বৃষ্টিতে পৌর শহরের নিম্নাঞ্চলসহ উপজেলার বিভিন্ন নিচু এলাকা ও চিংড়ি ঘের তলিয়ে গেছে। জাল ও নেট দিয়ে চাষিরা ঘেরের মাছ আটকে রাখতে কাজ করছেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন জানান, বৃষ্টির কারণে সার ও চালের জাহাজের খালাসের কাজ বন্ধ রয়েছে। বৃষ্টি কমলে সেটি শুরু হবে।
বিএসডি/আইপি