নিজস্ব প্রতিবেদক
প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে দেশের তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ১৩ নভেম্বর। এর আগে করোনা পরিস্থিতির কারণে দুইবার পেছানোর পর গত ২৭ জুলাই এই ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিলো।
তাই এবার নতুনভাবে চূড়ান্ত করা হয়েছে ভর্তি পরীক্ষার তারিখ। সেই অনুযায়ী আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ভর্তি পরীক্ষা।
বুধবার (১৫ সেপ্টম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন তিন প্রকৌশল ভর্তি কমিটির বর্তমান সভাপতি ও চুয়েটের পুরকৌশল বিভাগের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম।
তিনি বলেন, এবারই প্রথম দেশের তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি নিচ্ছে। এই বিশ্ববিদ্যালয়গুলো হলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এসব বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে তিন হাজার ২০১। ভর্তিচ্ছু রয়েছে ২৫ হাজার ৬৪৭ ।
প্রথমবারের মতো প্রকৌশল সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো যোগ্য পরীক্ষার্থীদের তালিকা এবং ভেন্যু জানতে ক্লিক করুন।
বিএসডি/এমএম