পশ্চিমবঙ্গে একদিনে করোনা সংক্রমণ ৩৯ শতাংশ বেড়েছে। রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের বুধবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ৭০৩ জন, শতকরা হিসেবে যা আগের দিন সোমবারের তুলনায় প্রায় ৩৯ শতাংশ বেশি। সোমবার পশ্চিমবঙ্গে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫০৬ জন।
মঙ্গলবার যে ১২ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৫ জন উত্তর চব্বিশপরগণার এবং ৩ জন কলকাতার। রাজ্যটিতে এই দিন করোনা থেকে সুস্থ হয়েছেন ৭০৩ জন। বর্তমানে পশ্চিমবঙ্গে করোনায় দৈনিক আক্রান্তের শতকরা হার ১ দশমিক ৯৫ শতাংশ এবং করোনা থেকে সুস্থতার শতকরা হার ৯৮ দশমিক ২৯ শতাংশ।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৫ লাখ ৫৮ হাজার মানুষ এবং এ রোগে এখন পর্যন্ত রাজ্যে মারা গেছেন ১৮ হাজার ৫৯৯ জন।