স্টাফ রিপোর্টার
দীর্ঘ বিরতির পর সম্প্রতি পাকিস্তানে পুরোদমে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে যাচ্ছিল। বেশ কয়েক বছর ধরে সেখানে সফরে যাচ্ছিল বড় বড় দেশগুলো। কিন্তু নিরাপত্তা শঙ্কায় ম্যাচ না খেলে শেষ মুহূর্তে নিউজিল্যান্ডের পাকিস্তান ছাড়ার সিদ্ধান্ত বদলে দিয়েছে সব প্রেক্ষাপট। এমতাবস্থায় পাকিস্তানের ক্রিকেটকে নিউজিল্যান্ড হত্যা করেছে বলে দাবি করেছেন সাবেক ক্রিকেটার শোয়েব আখতার।
অসমাপ্ত সফরটিতে তিনটি ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু এখন ভেস্তে গেছে সব কিছু। শুক্রবার প্রথম ওয়ানডে শুরুর কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা শঙ্কার কথা বলে সিরিজ বাতিল করে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। এতে শঙ্কা জেগেছে দেশটিতে হতে যাওয়া সামনের সিরিজগুলো নিয়ে।
এমতাবস্থায় নিউজিল্যান্ডের এমন সিদ্ধান্ত মানতেই পারছেন না পিসিবির নতুন প্রধান রমিজ রাজা। টুইট করে হতাশার কথা জানানোর পাশাপাশি আইসিসির কাছে অভিযোগও করার কথাও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে রমিজ বলেন ‘খুবই বাজে একটা দিন ছিল। সমর্থক ও ক্রিকেটারদের জন্য আমি ব্যথিত। নিরাপত্তা হুমকির ব্যাপারে একতরফা দৃষ্টিভঙ্গি নিয়ে সফর থেকে চলে যাওয়া খুবই হতাশাজনক।’
এদিকে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার মনে করছেন, নিউজিল্যান্ডের এই সিদ্ধান্ত পাকিস্তানের ক্রিকেটকে সম্পূর্ণ শেষ করে দিয়েছে। তিনি টুইটারে লিখেছেন, পাকিস্তানের ক্রিকেটকে হত্যা করেছে নিউজিল্যান্ড।
সমালোচনা করেছেন মোহাম্মদ হাফিজও। তিনি বলেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ও সশস্ত্র বাহিনী প্রত্যেক পাকিস্তানির কাছে গর্বের। নিউজিল্যান্ডের এই একতরফা সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। পাকিস্তান নিরাপদ ও গর্বিত দেশ।
বিএসডি/এমএম