স্টাফ রিপোর্টার
অসুস্থতাজনিত কারণে বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি আছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। দিন কয়েক আগে উন্নতি হওয়ায় আইসিইউ থেকে জেনারেল সেকশনে নেয়া হয়েছিল তাকে। কিন্তু শারীরিক অবস্থা আবারো খারাপের দিকে যাওয়ায় তাকে ফের আইসিইউতে ফিরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে ‘ইএসপিএন ব্রাজিল’।
ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদনটিতে বলা হয়েছে, অ্যাসিড রিফ্লাক্সের কারণে ৮০ বছর বয়সী পেলেকে আবারো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। অবশ্য হাসপাতালের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কিছু জানানো হয়নি।
শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ায় চলতি মাসের শুরুতে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে পেলেকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানেই তার বৃহদান্তে টিউমার ধরা পড়ে। এরপর করা হয় অস্ত্রোপচার।
গত মঙ্গলবারেই পেলেকে আইসিইউ থেকে জেনারেল রুমে নেয়া হয়েছিল। সেই রাতে পেলে নিজেই ইন্সটাগ্রামে নিজের একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে লিখেছিলেন, এখন অনেকটাই সুস্থ তিনি। মজা করে বলেছিলেন, কেবল ৯০ মিনিটই নয়, প্রয়োজনে অতিরিক্ত সময় খেলতেও প্রস্তুত।
কোভিড-১৯ মহামারীর আগে থেকেই একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ী এই মহাতারকার বাইরের ব্যস্ততা একরকম বন্ধই হয়ে গিয়েছিল। গত বছর তার ছেলে বলেছিলেন, তার বাবা বিষন্নতায় ভুগছেন। যদিও পেলে তা অস্বীকার করেছিলেন।
ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জেতা পেলে ৯২ ম্যাচে ৭৭ গোল করে এখনো দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে আছেন। চারটি বিশ্বকাপে গোল করা মাত্র চারজন খেলোয়াড়ের একজনও তিনি।
বিএসডি/এমএম