স্টাফ রিপোর্টার
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে আরো বেশি দর্শককে মাঠে আসার আহ্বান জানিয়ে সমালোচনার মুখে পড়েছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। কিন্তু এখানে নিজের কোনো ভুল দেখছেন না তিনি। ফলে ক্ষমা চাওয়ারও কোনো প্রয়োজন দেখছেন না এই স্প্যানিশ কোচ।
গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে লাইপজিগের বিপক্ষে সিটির ৬-৩ গোলে জয়ের ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামের গ্যালারি অনেকটাই ফাঁকা ছিল। স্টেডিয়ামের ধারণক্ষমতা ৫৪ হাজার হলেও উপস্থিত ছিল ৩৮ হাজারের একটু বেশি দর্শক।
ম্যাচের পর গ্যালারির অনেক আসন ফাঁকা থাকার কথা উল্লেখ করে গার্দিওলা দলের আগামী ম্যাচে আরো বেশি সমর্থকদের মাঠে আসার অনুরোধ করেন। কিন্তু তার এই কথা ভালোভাবে নেননি ক্লাবের অফিসিয়াল সাপোর্টার্স ক্লাব জেনারেল সেক্রেটারি কেভিন পার্কার।
কোচের মন্তব্যের বিষয়ে ব্রিটিশ গণমাধ্যমে বলতে গিয়ে বিস্ময় প্রকাশ করেন কেভিন। ক্ষোভ জানিয়ে তিনি বলেন, সমর্থকদের ব্যক্তিগত সমস্যা যেহেতু তিনি বোঝেন না, তাই তার এসব নিয়ে না ভেবে কেবল কোচিংয়েই মনোযোগ দেওয়া উচিত।
শুক্রবার এর জবাবে সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ম্যাচের পর কি আমি বলেছিলাম যে, স্টেডিয়াম পূর্ণ না হওয়ায় আমি হতাশ? যা বলেছি তার জন্য আমি ক্ষমা চাইব না।
তিনি আরো বলেন, আমি বলেছিলাম যে, আমাদের সমর্থন দরকার। কতজন মাঠে আসল, সেটা কোনো ব্যাপার না। তবে আমি তাদের মাঠে আসতে এবং ম্যাচ উপভোগ করতে আমন্ত্রণ জানিয়েছিলাম। কারণ আমাদের সমর্থন দরকার। লাইপজিগের বিপক্ষে যে সমর্থন পেয়েছি তাতে আমি কৃতজ্ঞ।
এছাড়া নিজের দায়িত্বের প্রতি কখনোই অবহেলা করেননি বলেও দাবি করেন গার্দিওলা। একই সঙ্গে বলেন, সমর্থকদের সঙ্গে তার কোনোদিন কোনো সমস্যা ছিল না।
ম্যান সিটি কোচ বএন, আমি কখনো এখানে বসে বলব না যে, মাঠে দর্শক কেন আসে না। আপনারা যদি আসতে নাই পারেন, ঠিক আছে। আমার কথাটা শুধুই একটা বার্তা ছিল।
শেষে গার্দিওলা যোগ করেন, কিন্তু এই মানুষটা (পার্কার) যদি আমার কথার ভুল অর্থ করে, তাহলে সেটা সমস্যা। ভুল করলে আমি এখানে ক্ষমা চাইব। তবে যা বলেছি, এর জন্য তার কাছে আমি ক্ষমা চাইব না।
বিএসডি/এমএম