ক্রীড়া ডেস্ক:
অনেক ক্রিকেটারেরই গুরু তিনি। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছেন নানাভাবে। খ্যাতি আছে লেখক হিসেবে। ক্রীড়াঙ্গনের সর্বজন শ্রদ্ধেয় জালাল আহমেদ চৌধুরী অসুস্থ হয়ে ধানমন্ডির আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত ১৫ সেপ্টেম্বর।
তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। গতকাল (শুক্রবার) রাত থেকে নেওয়া হয়েছে ভেন্টিলেশনে। জালাল আহমেদ চৌধুরী ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগে হাসপাতালে ভর্তি হন। পরে তাকে নেওয়া হয় আইসিইউতে।
তার অবস্থার অবনতির কথা জানিয়ে ক্রিকেটার্স ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জালাল আহমেদ চৌধুরীর শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি হয়েছে। বর্তমানে তিনি ভেন্টিলেশনে আছেন। সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’
বিশিষ্ট এই ক্রিকেট কোচ আজিমপুরে একটি ফ্ল্যাটে একাই বসবাস করেন। তার সন্তানরা প্রবাসে। আত্মীয়রা তার খোঁজ-খবর রাখেন।
জালাল আহমেদ চৌধুরীর হাত ধরে দেশের অনেক শীর্ষ পর্যায়ের ক্রিকেটার তৈরি হয়েছে। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুও জালাল আহমেদ চৌধুরীর ক্রিকেটের ছাত্র ছিলেন। হাল আমলের আশরাফুল-তুষার ইমরানরা তার শিষ্য।
শুধু ক্রিকেট খেলা ও কোচিং নয়, ক্রীড়া সাংবাদিকতাও করেছেন তিনি। দেশের পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকও ছিলেন। ৭০ ঊর্ধ্ব হয়েও এখনও লেখালেখি করেন তিনি৷ বাংলা ও ইংরেজি উভয় ভাষায় তার লেখার দক্ষতা অসাধারণ।
বিএসডি/আইপি