আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাস মহামারিতে লকডাউন সত্ত্বেও ভারতে গত বছর সড়ক দুর্ঘটনায় দৈনিক গড়ে অন্তত ৩২৮ জনের প্রাণহানি ঘটেছে। পুরো বছরের হিসেবে প্রাণহানির এই সংখ্যা এক লাখ ২০ হাজার বলে সোমবার দেশটির সরকারের প্রকাশিত এক পরিসংখ্যানে জানানো হয়েছে।
দেশটির জাতীয় অপরাধ রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) ২০২০ সালে ভারতে দুর্ঘটনায় হতাহতের বার্ষিক চিত্র ‘ক্রাইম ইন্ডিয়া’ শীর্ষক প্রতিবেদনে বলেছে, সড়ক দুর্ঘটনাজনিত অবহেলার কারণে ভারতে গত তিন বছরে ৩ লাখ ৯২ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
এনসিআরবির তথ্য বলছে, ‘গত বছর ভারতে সড়ক দুর্ঘটনায় এক লাখ ২০ হাজার মানুষ মারা গেছেন। তবে আগের বছর অর্থাৎ ২০১৯ সালে প্রাণহানির এই সংখ্যা ছিল ১ লাখ ৩৬ হাজার এবং তার আগের বছর ছিল এক লাখ ৩৫ হাজার।’
দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করা এনসিআরবির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সাল থেকে ‘হিট অ্যান্ড রান’ সম্পর্কিত মামলা দায়ের হয়েছে এক লাখ ৩৫ হাজার। শুধুমাত্র গত বছরই ৪১ হাজার ১৯৬টি ‘হিট অ্যান্ড রান’ মামলা হয়েছে।
যদিও তার আগের বছর এই মামলার সংখ্যা ছিল ৪৭ হাজার ৫০৪টি এবং ২০১৮ সালে সেই সংখ্যা ছিল ৪৭ হাজার ২৮টি। গত বছর দেশটিতে দৈনিক গড়ে অন্তত ১১২টি ‘হিট অ্যান্ড রান’ মামলা দায়ের হয়েছে বলে এনসিআরবির প্রতিবেদনে জানানো হয়েছে।
এনসিআরবি বলছে, ২০২০ সালে বেপরোয়া অথবা অবহেলাজনিত গাড়ি চালনায় আহত হয়েছেন এক লাখ ৩০ হাজার মানুষ। যা ২০১৯ এবং ২০১৮ সালে ছিল যথাক্রমে এক লাখ ৬০ হাজার এবং এক লাখ ৬৬ হাজার। তিন বছরে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন যথাক্রমে ৮৫ হাজার ৯২০ জন, এক লাখ ১২ হাজার জন এবং এক লাখ ৮ হাজার জন।
সূত্র: এনডিটিভি।