স্টাফ রিপোর্টার
শিগগিরই হল খোলার সিদ্ধান্ত নিচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। এরপরই শুরু হবে শিক্ষা কার্যক্রম। এ নিয়ে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। এরইমধ্যে প্রত্যেক হলের সামনে বসানো হয়েছে বেসিন। সংস্কার করা হচ্ছে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক।
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার পরেও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে। এজন্য শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাস্ক ও স্যানিটাইজার সরবরাহ করা হবে।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে, হল খোলার প্রস্তুতি ও তারিখ ঘোষণা করার জন্য আগামী ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে। সেখানে আলোচনার পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার বিষয়ে সিন্ডিকেটের কাছে সিদ্ধান্ত সুপারিশ করা হবে। সিন্ডিকেট মিটিংয়ে খোলার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আর সিন্ডিকেট মিটিংয়ে বিশ্ববিদ্যালয় খোলার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হতে পারে।
আগামী ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং ডাকা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
বিএসডি/এমএম