‘বঙ্গবন্ধু’ ছবির শুটিং করে কিছুদিন আগেই মুম্বাই থেকে ঢাকায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এরপর বেশ কিছুদিন ছিলেন বিশ্রামে। তাই ঈদের কাজগুলোতে খুব একটা অংশ নেননি তিনি। আজ থেকে অংশ নিয়েছেন শিহাব শাহীনের ‘সে বউয়ের টাকায় চলে’ শিরোনামের একটি নাটকের শুটিংয়ে।
তিশা বলেন, ‘মুম্বাই থেকে ফিরে অনেকদিন বাসায় ছিলাম, কোনো কাজ করিনি। এর মধ্যে ঈদের বেশ কয়েকটি নাটক ও টেলিছবিতে কাজ করার প্রস্তাব পেয়েছি। সেগুলো থেকে কিছু কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আজ শিহাব শাহীনের একটি নাটকের শুটিং করছি। এতে আমার বিপরীতে আছেন অপূর্ব। প্রায় এক যুগ পর অপূর্ব ও আমাকে জুটি হিসেবে দেখবে দর্শক। এ ছাড়া ঈদে আরও কিছু নাটক, টেলিছবিতে আমাকে দেখা যাবে।’
অভিনয়ের বাইরে আজকাল উপস্থাপনাও করছেন তিশা। তার উপস্থাপনায় সেলিব্রিটি গেম শো ‘দ্য বক্স’ ইতিমধ্যেই দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। তিশার ভাষ্য, ‘টিভি অনুষ্ঠানে ছোটবেলায় উপস্থাপনা করলেও পরে আর এ নিয়ে ভাবিনি। সেলিব্রিটি গেম শো “দ্য বক্স”র ভাবনা নতুন মনে হয়েছে বলেই উপস্থাপনা করছি। তার আগে পুরো আয়োজনের পরিকল্পনা, কীভাবে এটি দর্শকের সামনে তুলে ধরা হবে, কারা অংশ নেবেন- সেসব নিয়ে কয়েকবার নির্মাতার সঙ্গে আলোচনা হয়েছে। তারপরই কাজ শুরু করেছি।’
আপনার অভিনীত ছবিগুলোর কাজ কতদুর? জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘করোনার কারণে আপাতত সিনেমাগুলোর শুটিং বন্ধ আছে। “বঙ্গবন্ধু”, “ভালোবাসা বীরকন্যা প্রীতিলতা”, “রক্তজবা” এই তিনটি সিনেমার কিছু কাজ হয়েছে, বাকিটা পরিস্থিতি বুঝে শেষ করবেন বলে জানিয়েছেন নির্মাতারা।’
তিনি আরও বলেন, ‘শ্যাম বেনেগালের পরিচালনায় “বঙ্গবন্ধু” সিনেমায় কাজ করে মনে হয়েছে, আমিও ইতিহাসের অংশ হতে যাচ্ছি। বঙ্গবন্ধুর স্ত্রী রেণুর [শেখ ফজিলাতুন্নেছা মুজিব] চরিত্রের ২০ বছর বয়স থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমাকে দেখা যাবে। অন্যদিকে প্রদীপ ঘোষের “ভালোবাসা বীরকন্যা প্রীতিলতা”য় দেখা যাবে ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারের চরিত্রে। এই দুই চরিত্রে অভিনয় করতে পারা, যেকোনো শিল্পীর জন্য অন্য রকম প্রাপ্তির। পাশাপাশি “রক্তজবা” নিয়েও আমি আশাবাদী। এর গল্প ও চরিত্র আমার আগের সিনেমাগুলো থেকে ভিন্ন, যা দর্শকের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’