নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহ শহরের জেসি গুহ রোড এলাকায় মধ্যরাতে ব্যথায় কাতরাতে থাকা এক অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করেছে পুলিশ। ৯৯৯ নম্বরে কল পেয়ে সোমবার (২০ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে বাড়ির পেছনের দেয়াল ভেঙে তাকে উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। পরে তাৎক্ষণিকভাবে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অন্তঃসত্ত্বা ওই নারীর নাম সোমা আক্তার (২৫)। তিনি আব্দুল হাকিমের স্ত্রী। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।
ওসি জানান, ওই এলাকায় একটি মার্কেটের পেছনে দুই কক্ষের একটি বাড়িতে থাকতেন সোমা আক্তার। স্বামী হাকিমের আরও একজন স্ত্রী রয়েছে। রাত ১২টার পর সোমাকে বাসায় রেখে ওই মার্কেটের মূল গেটে তালা দিয়ে তিনি অপর স্ত্রীর কাছে যান। কিছু সময় পর সোমার পেটে ব্যথা শুরু হলে তিনি চিৎকার করতে থাকেন। এ সময় স্বামীর মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না সোমা। ওই মুহূর্তে এক প্রতিবেশী যুবকের কাছ থেকে ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোতোয়ালি থানা পুলিশ। তবে বাসার সামনে দিয়ে প্রবেশের কোনো রাস্তা না পাওয়ায় স্থানীয়দের সহযোগিতায় বাড়ির পেছনের দিকের দেয়াল ভেঙে অন্তঃসত্ত্বা সোমাকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞান অবস্থায় নিয়ে যাওয়া হয়।
ওসি শাহ কামাল আকন্দ আরও জানান, হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সোমাকে লেবার ওয়ার্ডে ভর্তি করান। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সোমার মিসক্যারেজ-জনিত কারণে মারাত্মক রক্তশূন্যতাসহ শ্বাসকষ্ট রয়েছে। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন।
বিএসডি/আইপি